মার্চ ৩১, ২০২৩ ১১:৩৯ সকাল



উলিপুরে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

শাহীন মন্ডল, উলিপুর(কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে তৃতীয় শ্রেণি পড়ুয়া জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সরদার পাড়া গ্রামে। এ ঘটনায় তাদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দাড়ার পাড় গ্রামের শাহাদৎ হোসেনের জমজ দুই কন্যা সাদিয়া (৮) ও সানিকা (৮) দলদলিয়া ইউনিয়নের বড় সরদারপাড়া গ্রামে নানা আজাহার আলীর বাড়িতে থেকে পড়াশুনা করতো। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য সকলের অগোচরে নানা বাড়ি সংলগ্ন নতুন খননকৃত পুকুরে গোসল করতে নেমে উভয়েই পানিতে ডুবে যায়। পরে দুপুরে খোঁজাখুজির পর স্থানীয় লোকজন পুকুর থেকে ওই দুই বোনের মৃতদেহ উদ্ধার করেন।

দুই বোনের পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই বোন সাদিয়া ও সানিকা উত্তর দলদলিয়া সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি পানি ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Comments are closed.

      আরও নিউজ