শাহিনুল ইসলাম লিটন,কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার উলিপুরে সামাজিক সংগঠন “তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি’র” উদ্যোগে- আবু তাহের ( সাতদরগাহ, রামপ্রসাদ) কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবু তাহের জানায় দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসে ভুগতেছি, পায়ের আঙ্গুলে ফোরা হওয়ায় টাকা অভাবে ওষুধ খাইতে পারি নাই। অবহেলায় ছিলাম, একসময় পায়ের আঙ্গুলে পচন ধরে শেষে রংপুর মেডিকেলে পা অপারেশন করতে গেলে ডাঃ বলে পায়ের আঙ্গুল কেটে ফেলতে হবে, অনেক টাকার প্রয়োজন। অপারেশনের টাকা খুব কষ্টে জোগাড় করে অপারেশন সম্পূর্ণ করতে পারলেও এখন ওষুধ খাওয়ার টাকা নেই। এখন কাম কাজ তেমন করতে পারিনা, নুন আনতে পান্তা ফুরায় বাহে, কোনমতে চলে সংসার কোনা ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আরিফুজ্জামান ( আরিফ) , দপ্তর সম্পাদক- আবু রায়হান (বাবু), অর্থ-সম্পাদক সফিকুল ইসলাম ( সূজন) সহ সংগঠনের সদস্য বৃন্দ।
সংগঠনটির সহ-সভাপতি আরিফুজ্জামান ( আরিফ) এলাকার বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিদের তার পাশে দাঁড়াতে বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন।