জুন ৭, ২০২৩ ১:২১ সকাল



উলিপুরে তবকপুর সচেতন যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

শাহীন মন্ডল,উলিপুর,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ উলিপুরে তবকপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের একদম অসহায় মানুষের মাঝে, নভেল করোনা কভিড-19 এর কারনে যাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। একবেলা খাওয়ার খাওয়ার জন্য চাল নাই ঘরে ঠিক এই ধরনের লোকদের মাঝে, ঘরে ঘরে পৌঁছে বাস্তবতার আলোকে ১০৪ টি পরিবারের মাঝে, চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, সাবান, আলু, বেগুন বিতরণ করা হয়েছে। জনসমাগম কমানোর লক্ষ্যে, জনসচেতনতা বাড়ানোর জন্য সাতটি জায়গায় এইগুলো জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
এসময় সংগঠনের এক নেতা আমাকে বলেন কৃতজ্ঞতা অফিসার ইনচার্জ উলিপুর থানা এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি এই স্পর্শকাতর সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ এর অনুমতি প্রদান করার জন্য। আসুন আমরা সবাই করোনাভাইরাস মোকাবেলায় নিজ নিজ বাড়িতে অবস্থান করি, সাবান দিয়ে ঘনঘন হাত পরিষ্কার করি, জনসমাগম এড়িয়ে চলি।



Comments are closed.

      আরও নিউজ