নিজস্ব প্রতিবেদক:কুড়িগ্রামের উলিপুরে এম এস স্কুল এন্ড কলেজে হল রুমে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ,Universal Student Foundation এর আয়োজনে ৪ এপ্রিল,২৪ ই রমজান ১৪৪৫, বৃহঃপতিবার ইসলামীক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উলিপুর আ.লীগ সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা ও এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, দল মত নির্বিশেষ তিনি সবার জন্য কাজ করেন তিনি আরো বলেন মসজিদ মন্দির নির্মাণে, রাস্তাঘাট সংস্করণ এবং যে কোন প্রয়োজনে তাঁর দুয়োর সবার জন্য খোলা আছে, সকলে মিলে স্মার্ট উলিপুর গড়তে ঐক্য বদ্ধ থাকার আহ্বান করেন।
সভাপতিত্ব করেন (USF) কার্যকরী পরিষদ সদস্য ও ফেন্ডস্ ফেয়ারের আহ্বায়ক জিয়ন রায়হান। অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে ছিলেন সংগঠনে পরিচালক মোঃ রাকিব হাসান।সঞ্চলনা করেন কিশোর লেখক নাজমুল হাসান।অনুষ্ঠানে ইসলামীক রচনা ,হাম-নাত ,কেরাত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্য সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।