নিজস্ব প্রতিবেদকঃউলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইন সেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের একজন বাদাম বিক্রয়তা কে নগদ অর্থ সহ ৭ কেজি বাদাম কিনে নতুন করে ব্যাবসার সু্যোগ করে দেয় এই সেচ্ছাসেবি সংগঠনটি ।
বাদাম ব্যাবসায়ী বলেন – আর্থিকভাবে নগদ সহায়তা প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন । পাশাপাশি আমার জীবন যাপনের কর্মস্থলে আবার ও নতুন ভাবে চলার জন্য ৭ কেজি বাদাম কিনে দেওয়ায় যাদের অবদান অতুলনীয় সেটা উলিপুর-ব্লাড ব্যাংক ও হেল্প লাইন। পাশাপাশি সেই সংগঠনের সকল সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনের সকল সহযোদ্ধা দের প্রতি ভালোবাসা প্রকাশ করেন । পাশাপাশি এই ধরনের আরো প্রকল্প হাতে নেওয়ার জন্য উলিপুর- ব্লাড ব্যাংক ও হেল্প লাইন এর সকল সহযোদ্ধা ও প্রতিষ্ঠাতা মেজবাহ কে উৎসাহিত করেন ।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা মেজবাহ বলেন – মানবতার টানে–ভয় নেই রক্ত দানে – এই স্লোগান কে মনের গহীনে প্রতিধ্বনিত করে – মানবতার কাজে নিয়োজিত থাকতে সব সময় উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইন সর্বদাই প্রস্তুত থাকবে ইন’শা’আল্লাহ।