বগুড়া প্রতিনিধি:উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ মধ্যে ( ক্রিয়া সংস্কৃতির বিষয়ভিত্তিক ও কাবিং) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। সোমবার বিকেলে নুনগোলা স্কুল মাঠে বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার জোবাইদা রওশন জাহানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা। আরোও উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, আঃ ওয়াহেদসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।