ডেস্ক রিপোর্ট:
দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের উপর দিয়ে এক থেকে দুইটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে এমনটা হতে পারে বলেও জানানো হয়।
আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন বা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি অথবা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, এছাড়াও আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।