উত্তরবঙ্গের সংবাদ পত্রিকার লক্ষ্য:
১)পত্রিকাটিকে পাঠকের কাছে বিশস্ত ও মানসম্মত প্রকাশনা হিসাবে প্রতিষ্ঠিত করা।
২)পরবর্তী ৩ মাসের মধ্যে নতুন করে ২০,০০০ পাঠক তৈরি করা(যা অনলাইনের পেজের লাইক হিসাবে বিবেচিত হবে)
৩)একটি অঙ্গিকারবদ্ধ ও প্রশিক্ষিত টিম তৈরি করা।
৪)পত্রিকাটিকে আগামী এক বছরের মধ্যে প্রিন্ট মাধ্যমে নিয়ে আসা।
উল্লেখিত লক্ষ্য অর্জনে আমাদের কর্মসূচিঃ
♦রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেক জেলায় যোগ্য প্রতিনিধি মনোনয়ন করা।
♦প্রতি জেলায় গড়ে কমপক্ষে ১০০০ জন পাঠক/ভিজিটর তৈরি করা।
♦সুনির্দিষ্ট পরিকল্পনার অধিনে নিয়মিত বিরতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা
কর্মসূচির ব্যাখ্যাঃ
প্রতিনিধি মনোনয়ন: প্রত্যেক জেলায় একজন করে পরিচিত বিশ্বাসযোগ্য ও গ্রহনযোগ্য প্রতিনিধি নির্বাচন করা,সম্পাদনা পর্ষদের অনুমতি সাপেক্ষে প্রত্যেক জেলার জেলা প্রতিনিধিদের মাধ্যমে থানা প্রতিনিধি নিয়োগ করা।সেক্ষেত্রে কলেজ পড়ুয়া অঙ্গিকারাবদ্ধ ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তি অধিক সুবিধাবাদী হিসাবে মনোনিত হবেন এবং জন্য একটি সুসংগঠিত একাডেমিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
গ্রাহক তৈরিঃ
প্রত্যেক জেলা প্রতিনিধিকে পেজের মডারেটর করে দেওয়া হবে তারা তার পরিচিত বন্ধুবান্ধব ও জেলার অন্যান্য নূন্যতম ১০০০ জন পাঠক যুক্ত করবেন।থানা প্রতিনিধি হলে সেক্ষেত্রে নূন্যতম ৫০০ জনকে যুক্ত করবেন।
প্রশিক্ষণ:
প্রতি বছর সংবাদ প্রতিনিধিদের নিয়ে কমপক্ষে একটি কর্মশালার আয়োজন করা হবে এবং প্রতিনিধি সম্মেলন হবে বিভাগ অনুযায়ী।সম্মেলনে সেরা প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হবে।
আমরা বিশ্বাস করি…
ব্যক্তির পড়াশুনা থেকে তৈরি হয় জ্ঞান,আর কাজে অংশ গ্রহনে আসে অভিজ্ঞতা,তার পর এই জ্ঞান আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠে যোগ্যতা।একইভাবে ব্যক্তির মানুসিকতা থেকে আসে এটিটিউট (Attitute) এবং এর সাথে ইতিবাচক পরিবেশের সমন্বয়ে তৈরি হয় প্রেষনা।একজন যোগ্য ব্যক্তি যখন যথাযথ প্রেষনা পায় তখন তার সর্বোচ্চ কর্মদক্ষতা বা দক্ষতার বিকাশ ঘটে।প্রতিষ্ঠান যদি তার যোগ্য জনশক্তির জন্য প্রয়োজনীয় রিসোর্স ও সুযোগ নিশ্চিত করতে পারে তা হলে একটি প্রতিষ্ঠান তার কাঙ্খিত সাফল্যের স্বাদ পায়।তাই আমাদের লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের প্রত্যেকের থাকবে নির্দিষ্ট দায়িত্ব।
যারা মনে করেন…
★ আমি চেষ্ঠা করব কিন্তু কথা দিতে পারছি না
★ আমি কাজ করব কিন্তু আমার উপর নির্ভর করবেন না
★ আমি চেষ্ঠা করব কিন্তু আমার উপর বেশি আশা করবেন না
★ অপেক্ষাকৃত ভাল কিছু না পাওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে আছি।
…………… তাদেরকে আমাদের সাথে যোগ না দেওয়ার পরামর্শ দিচ্ছি।
যারা মনে করেন…
♣আমি কাজ করতে প্রস্তুত,কারন আমি আমার লক্ষ্য সম্পর্কে অবগত
♣আমি আমার কাজের গুরুত্ব বুঝি,আমার উপর নির্ভর করতে পারেন
♣দায়িত্বহীনের মত আমি প্রতিষ্ঠানকে বিপন্ন করবো না
♣একটু কষ্ট হলেও আমি টিমের সাথে থাকবো
♣আমি টিমের সাথে চুক্তিবদ্ধ নই কিন্তু অঙ্গিকারাবদ্ধ
…………. আমাদের সাথে আসুন,আমরা আপনাদের পথ দেখাব।
রংপুর ও রাজশাহী বিভাগে ৮ টি করে মোট ১৬টি জেলা থেকে ২০০০০ পাঠক তৈরি কঠিন কিছু নয়,আবার বর্তমান পরিপ্রেক্ষিতে সহজও নয়।তাই প্রস্তুতি হতে হবে স্পষ্ট, সুপরিকল্পিত ও দৃঢ়।
আপনার লক্ষ্য নির্ধারণ করুন ও আমাদের লিখে জানান
ক) কেন আপনি উত্তরবঙ্গের সংবাদ পত্রিকায় কাজ করতে চান?
খ) এর ফলে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে উপকৃত হবেন?
গ) আমাদের বর্নিত লক্ষ্য অর্জনে আপনি কি ভূমিকা রাখতে পারবেন?
ঘ) লক্ষ্য অর্জনে আপনি কি কি পদক্ষেপ গ্রহন করবেন?
ঙ) কত দিনে আপনি লক্ষ্যে পৌছাতে পারবেন?
চ) উত্তরবঙ্গের সংবাদ পত্রিকা যেহেতু বর্তমানে বেতন দিচ্ছে না,তাই এখানে কাজ করতে গিয়ে কিভাবে ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষা করবেন?
তথ্য সংগ্রহ করুন ও আমাদের লিখে জানান
♪ আপনার জেলায় কতটি থানা রয়েছে?তার নাম ও ঠিকানা
♪ থানা সমুহের ওসি গণের ফোন নাম্বার ও নাম
♪ জেলা সিভিল সার্জনের ফোন নাম্বার ও নাম
♪জেলার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের নাম
♪জেলার ঐতিহাসিক জায়গার নাম ও ঠিকানা
পরিকল্পনা করুন ও আমাদের লিখে জানান
> আপনার জেলায়/ থানায় কতজন পাঠক তৈরি করা সম্ভব?আপনি কতজন পারবেন?
> টার্গেট অর্জনে আপনি কাদের সহায়তা নিবেন?
> এর জন্য কেন্দ্রীয়ভাবে আপনি কি কি সহযোগিতা আশা করেন?
> টার্গেট অর্জনে আপনার কত সময় লাগবে?
> শিল্প ও সাহিত্য পাতার জন্য একটি স্কুল বা কলেজে কতজন পাঠক ও লেখক তৈরি করা সম্ভব?
পরামর্শ দিন…
♦ পত্রিকাটির প্রচার পরিকল্পনা নিয়ে আপনার কোন পরামর্শ থাকলে আমাদের লিখে জানান
♦ প্রকাশিত সংখ্যার কোন সমালোচনা বা সংশোধনী থাকলে জানান
♦পত্রিকার বিষয়বস্তু, কলেবর, লেখা বা সম্পাদনা সংক্রান্ত মন্তব্য থাকলে আমাদের জানান।
মনে রাখবেন…
উত্তরবঙ্গের সংবাদ পত্রিকায় কাজ করতে কাউকে বাধ্য করা হচ্ছে না,যারা একাজে মন থেকে সাড়া পান না,তাদেরকে স্বেচ্ছায় এ কাজ থেকে সরে এসে অপর আগ্রহী কর্মির জন্য যায়গা খালি করে দেওয়ার অনুরোধ করছি। যে কাজ আপনার জন্য কঠিন,হতে পারে আরেক জনের জন্য তা খুবই সাধারন।তাই হয় চ্যালেঞ্জ নিন,না হয় সড়ে দাঁড়ান। আমরা কোনভাবেই লক্ষ্য অর্জনে কোন রকম সমঝোতা করতে চাই না।
সম্পাদক
উত্তরবঙ্গের সংবাদ
uttarbonggersongbad@gmail.com
বাংলাদেশ।