সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

উত্তরজামালপুরে ফকিন্নি নদীর তীর থেকে লাশ উদ্ধার

নওগাঁর মান্দা,আত্রাই ও রাজশাহীর বাগমারা সীমান্তে উত্তরজামালপুরে ফকিন্নি নদীর তীর থেকে উত্তম কুমার( ৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি:সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে উত্তম কুমারের বাড়িতে খবর দিলে এলাকায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।পরিবার সূত্রে জানা যায়, পরিবারর
একমাত্র উপার্জনকারী উত্তম কুমার আত্রাই হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে।
গতকাল বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার এসে আর বাড়ি ফেরেনি।কিছুদিন পূর্বে উত্তম কুমারের ১৫ বছরের সন্তান পানিতে পড়ে মৃত্যু হয়। অতি দরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নাই বলে জানান।তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে বের করতে প্রসাসনের কাছে মিনতি জানান।

মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, লাশ বাগমারা এলাকায় পড়ে থাকায় বাগমারা থানাকে অবিহিত করেছি।বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ্ব মোয়াজ্জেম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত