শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-খুলনা রেল চলাচল বন্ধ

উত্তরবঙ্গ ডেস্ক: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ পরিস্থিতি স্বাভাবিক হতে ৪-৫ ঘণ্টা লাগবে উল্লেখ করে বলেন, ঈশ্বরদী রেলস্টেশনে তেলবাহী ট্যাংকার ও পাথরবাহী ওয়াগনের সঙ্গে এ সংঘর্ষ হয়েছে। পাথরবাহী ওয়াগনটি ভারতীয়, যা ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে আসছিল।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডে থাকা উদ্ধারকারী ক্রেন দিয়ে ইতোমধ্যেই উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে। ক্রেন যেহেতু কাছেই, তাই ট্রেন চলাচল স্বাভাবিক হতে খুব বেশি সময় লাগবে না।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত