বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈদযাত্রায় যাত্রীভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে- রেলমন্ত্রী

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃরেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, এবারে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে।

সেই সঙ্গে অনলাইনের পাশাপাশি স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করতে পারবে ট্রেন যাত্রীরা।

আজ ( ১ মার্চ) শুক্রবার সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নেমে সাংবাদিকদের সাথে আলাপ করে এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিল্লুল হাকিম আরও বলেন, দেশের যে রেলওয়ে স্টেশনগুলো বন্ধ আছে, সেগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে। এরই মধ্যে স্টেশনমাস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত স্টেশনমাস্টার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব ইয়াসিন আলীসহ অনেকে।

সম্পর্কিত