নিজস্ব প্রতিনিধি:ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সিন্ডিকেটের কবলে পড়েছে মুরগির বাজার। ব্রয়লার, সোনালী, লাল লেয়ার, প্যারেন্ট (পাকিস্থানী) ও দেশীসহ সকল মুরগির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকার নির্ধারিত দামে বাজারে মিলছে না মুরগি।
ক্রেতারা বলছেন, মুরগির বাচ্চা সরবরাহ ও খাবারসহ অন্যান্য জিনিসপত্রের দাম স্বাভাবিকই রয়েছে। কিন্তু খামারি ও ব্যবসায়ীরা যোগসাজসে সিন্ডিকেট তৈরি করে মুরগি দাম বাড়াচ্ছেন। নেই প্রশাসনের বাজার তদারকি। এ কারণে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ অসহায়।
মঙ্গলবার ও বুধবার উলিপুরের বেশ কয়েকটি খুচরা ও পাইকারী দোকান ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে যার দাম ছিল ১৯০-২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। সোনালী মুরগিও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। সপ্তাহের ব্যবধানে লাল লেয়ার কেজিতে ২০ টাকা বেড়েছে। লাল প্যারেন্ট (পাকিস্থানী) ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এটিও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
বাজারে মুরগি কিনতে আসা এক যুবক বলেন, ১৯০ টাকা কেজির ব্রয়লার মুরগি ২৪০ টাকা কেজি আর লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি কিনলাম। তিনি জানান, গত এক সপ্তাহের মধ্যে সকল মুরগির দাম বেড়েছে।
মিনাবাজারে খুচরা মুরগি ব্যবসায়ী আব্দুর কাইয়ুম বলেন, মুরগি পাইকারী কিনতে আমাদের দাম বেশি পড়ছে। তাই বেশি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে।
এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান এর মুঠোফোনে একাধিক বার কল করে, কল রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।