রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদ:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাটে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে শ্রীঃ বিনয় চন্দ্র (২২) মোঃ জিতু (১২) নিহত হয়। দু’জন একই মোটরসাইকেলের যাত্রী। রবিবার সন্ধা ৬ঃ৩০ মিনিট উপজেলার ডুগডুগি হাট রানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীঃ বিনয় চন্দ্র ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাটের শ্রীঃ ভিকারির ছেলে এবং মোঃ জিতু চৌরিয়া গ্রামের মোঃ তাইজারের ছেলে। দুইজন শামিম মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো।
স্হানীয় সুত্রে জানাযায়, সন্ধায় ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট থেকে মোটরসাইকেলযোগে গোপালপুর চৌধুরী মেলায় যাওয়ার সময় চৌরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত