মার্চ ২৬, ২০২৩ ১২:২৭ সকাল



আমার মা আবুসায়েম

আমার মা
আবুসায়েম

আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী,মা কূলের উত্তম মাতা।

আমার চোখে আমার মা ছাড়া –
পৃথিবীর কোন সুন্দর-ই লাগে না সুন্দর।

আমার কাছে দিনের আলোর মত উজ্জ্বল আমার মা।
মায়ের ভালবাসা সমস্ত শরীরে রেখে বেঁচে আছি পরম তৃপ্তিতে—

কখনো সোনালী প্রহর দিন গড়িয়ে যায় দৃষ্টি নেই আমার মায়ের দিকে।
হটাৎ মনে পরে ছুটে যাই মায়ের কূলে।

আমার মায়ের চোঁখে আজীবন দুধের শিশুই রয়ে গেছি আমি—

এখনো রাত্রিকালে তিনি সেই শিয়রে বসে দেখে যান গেয়ে যান ঘুমপাড়ানি গান!

মা আমার শিক্ষা আমার আদর্শ-
আধাঁরে হেটে যাওয়ার প্রদীপ।
অকূল সাগরে পারি দেওয়ার তরী।

শত কষ্টে একবার দেখিলে মায়ের মুখ ভুলে যাই আমার সব দুখ।

মা যে এত মধুর ত্রিভূবনে নাই।
মাকে নিয়ে লেখার কোনো শেষ নাই।

মা কে নিয়ে কবিদের লেখালেখি
মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি ঝলমলে হেসে ওঠে রদ্দুর।

মাকে নিয়ে আমার যত কতা কে জানে কি লিখব সমাপ্তি!
হঠাৎ ভাবি নিজকে বলি আমি কি লেখার মত পাত্র ?

এত বড় আকাশ কত তার বিস্তার।
তাউত এত বড় নয় মায়ের মন যত হয়।
বুক ভরা ভালবাসা শিমাহিন বিস্তার।

সব কিছু মানে হার সেরা দান ঐ মহান আল্লার।
মায়ের দিকে চেয়ে থাকি অপলক তাই।

আমার মা আমার দুখে কাঁদে আমার সুখে হাসে
আসার পথ চেয়ে থাকে মা
যদি কোথাও যাই।

আমার প্রিয় মা!!

পাঠিয়েছন,উজ্জ্বল হাসান সুনামগঞ্জ



Comments are closed.

      আরও নিউজ