শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

আব্দুর রশিদের বাড়ি আগুনে পুড়ে প্রান গেলো চারটি জীবন্ত প্রাণীর

আব্দুর রশিদের বাড়ি আগুনে পুড়ে প্রান গেলো চারটি জীবন্ত প্রানীর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি)ঃচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাপাড়া বাজার সংলগ্ন বৈরাগী পাড়ায় গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মৃত অজেদ বৈরাগীর ছেলে মোঃ আব্দুর রশিদ বাড়িতে। ১ লা এপ্রিল ২০২৪ ভোর আনুমানিক ৫ টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা। স্থানীয়রা আরো বলেন , আব্দুর রশিদের তিনটি রুম ছিল টিনের বেড়া ও উপরের টিনের চালা দিয়ে তৈরী করা রুমগুলো ছিল। সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও ক্ষতিগ্রস্থের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দিক হলো দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের দুইটি গরু ও ২৫ হাজার টাকা মূল্যের দুইটি ছাগল পুড়ে মারা ছাই হয়ে গেছে। সকাল পাঁচটায় আগুনের তাপাদহ সকাল সাতটায এলাকাবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের লোক আসলে দেখেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার করবেন কি দিয়ে এমন সমপরিমাণ খাদ্য ও তার বাড়িতে এখন নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন যে, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সম্পর্কিত