হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রচন্ড শীতে কাবু রাণীশংকৈলের মানুষ ঠিক সেই মুহুর্তে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও মামুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আবু তাহের ঠিকাদার তাঁর ব্যক্তিগত উদ্যোগে গরীব ও অসহায় শীতাক্রান্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও সুয়েটার বিতরণ করেন । ১৫ জানুয়ারি বুধবার সকালে পৌর শহরের শিবদিঘী চোরাস্তা জিরো পয়েন্ট সংলগ্ন তার নিজ দোকান প্রতিষ্ঠানের সামনে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আলহাজ্ব ডাঃ তাজুল ইসলাম হাবলু ঠিকাদার, রিপন ঠিকাদার, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন , আ’লীগ নেতা আব্দুল কাদের গামাসহ অনেকে উপস্থিত ছিলেন । এ ব্যপারে ঠিকাদার আবু তাহের বলেন, গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এবং এভাবে সর্বদাই তাদের বিপদ আপদে পাশে থেকে সবসময় সহযোগিতা করে যেতে চাই।