স্টাফ রিপোর্টার:আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলায়নকারী মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ মার্চ রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আসামি মোঃ রয়েল পিতা মৃত ছাকাত আলী, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গতকাল (২৪ মার্চ) রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন উত্তরবঙ্গের সংবাদ কে জানিয়েছেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।