রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি উদযাপন

অলোক আচার্য-  বেড়ায় সেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের এর উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি উদযাপন করে। সকাল ১০ ঘটিকায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের নিজস্ব অফিস থেকে র‍্যালি শুরু করে তারা বেড়া পৌরসভার মোহনগঞ্জ বাজার দিয়ে চারমাথা দিয়ে তারা নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে র‍্যালি শেষ করে। র‍্যালি শেষে তারা আলোচনা সভা করে। ওখানে উপস্থিত ছিলেন সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজ হায়দার, ঐ বিদ্যালয়ের শিক্ষক মো: আল-আমিন, মো: আবু দাউদ, একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য মো: মশিউর রহমান সহ অনেকে।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মো: রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছিম হোসেন, সহ-অড়থ সম্পাদক মো:সাব্বির হোসেন ( রাজা),সহ-দপ্তর সম্পাদক মো: সাব্বির হোসেন  হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো: তানজিত হোসেন তায়েব, হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো: রাসেল শেখ,হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সহ-অর্থ সম্পাদক ইয়াছিন আরও সদস্য আশিক,তামিম,সুরুজ,আতিক,জিহাদ,ফিহান,সুমনআলী,সাকিব সহ অনেকে।
সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

মো: রাশেদ হোসেন বলেন আমরা আজ থেকে নতুন ভাবে প্রতিঞ্জা করলাম আগামী বছর কিভাবে মানব সেবায় নিয়োজিত থাকবো সব বিষয়ে সেচ্ছাসেবী দের বুঝান।

আজিজ হায়দার বলেন এই সংগঠন সব সময় মানব সেবায় এমন ভাবে ঝাপিয়ে পড়ে তা সত্যি অতুলনীয়। বৃত্তবানরা যদি এদের দিকে নজর দেই তাহলেই এরা ঝড়ের গতিতে মানব সেবা সহ সামাজিক কাজে আরও ঝাঁপিয়ে পড়বে।

সম্পর্কিত