শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়া জেলা শাখার উদ্যোগে মহাস্থানে র‌্যালী ও আলোচনা সভা

এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২৩ইং উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১০ ডিসেম্বর) পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর ১২টায় মিসকাকুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মহাস্থান শাখা অফিস থেকে একটি র‌্যালী বের হয়ে মহাস্থান মাজার গেট প্রদক্ষিণ শেষে তাদের শাখা কার্যালয়ে সমাবেত হয়। পরে সেখানে মানবাধিকার বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সমাজের সর্বত্র মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা আছি সবার পাশে। এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, আল হেলাল, হাবিবুর রহমান, মোছাঃ শাম্মী আক্তার, সবুজ মিয়া, মমতাজ বেগম, শাহীন আলম প্রমূখ।

সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন, মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ড, মোঃ আব্দুর রহিম খান, পিপিএম অবসর আইজিপি বাংলাদেশ পুলিশ ও মহাসচিব রবিউল ইসলাম সোহেল।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত