রাইসুল ইসলাম নোমানঃবাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার আয়োজনে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও মতবিনিময় সভাটি রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা রংপুর জেলা শাখার আহবায়ক এ্যাডঃ শামীমা আক্তার শিরিন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বাপা রংপুর জেলা শাখা রসিদুস সুলতান বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। আরো উপস্থিত ছিলেন বাপা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সাবেক ডিজিএম জনতা ব্যাংক হাসনিন আক্তার এ্যানি, যুগ্ম আহবায়ক সারোয়ার জামিল খন্দকার, বাপা জেলা সদস্য সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, নদী বিশেষজ্ঞ অধ্যাপক বিনু কবির, বাপা সদস্য প্রভাষক আহসান হাবিব রবু, গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোঃ শাওন মিয়া, গ্রীন ভয়েস কারমাইকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক শারমিন জাহান সোনামনি, বাপা জেলা কার্যকরি সদস্য আসাদুজ্জামান আফজাল, মীর ইত্তেখারুল হক পল্লব, নারীনেত্রী ডাঃ রহিমা খাতুন, সংগঠক নূর মোহাম্মদ নুরু সহ প্রমুখ।
বক্তাগণ মানব জীবনে নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, নদী একটি জীবন্ত সত্তা সরকার এবং সচেতন জনসাধারণের উচিত সার্বিক সহযোগিতায় নদী গুলোকে রক্ষা করা। বক্তা গন আরো বলেন, রংপুর পীরগঞ্জে করতোয়া নদীতে ১৩ টি স্থানে স্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহা উৎসব চলছে যা বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হবে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও উত্তোলন কারীদের আইনের আওতার আনার জোড় দাবি জানানো হয়। রংপুরের প্রাণ প্রবাহ ঘাঘট নদী কে জাতীয় নদী কমিশনের তালিকা ভুক্ত করার জোর দাবি জানানো হয়।