শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন ঢাবি-রাবি

বদরুল ইসলাম জামিলঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যাটিং এ নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ১৪৯ রান৷

দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামে স্বাগতিক দল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সর্বশেষ ৭ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৩০ রান করার পর  আলো সল্পতার কারণে ম্যাচ স্থগিত ঘোষণা করেন ম্যাচ রেফারি। পরে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

গত ৬ ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেয় দেশের মোট ২৬টি বিশ্ববিদ্যালয়। যৌথ চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০২৪ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের৷

সম্পর্কিত