বদরুল ইসলাম জামিলঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যাটিং এ নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ১৪৯ রান৷
দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামে স্বাগতিক দল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সর্বশেষ ৭ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৩০ রান করার পর আলো সল্পতার কারণে ম্যাচ স্থগিত ঘোষণা করেন ম্যাচ রেফারি। পরে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
গত ৬ ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেয় দেশের মোট ২৬টি বিশ্ববিদ্যালয়। যৌথ চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০২৪ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের৷