মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আদিতমারীতে ফেন্সিডেল ও স্কাফ সহ ১ জন আটক

মোঃ আব্দুল লতিফ ,সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৪৮ বোতল স্কাফ সহ ১ জনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী পঞ্চা চন্দ্র রায় বাংটু (৪৫) আদিতমারী উপজেলার কিসামত বড়াইবাড়ীর মৃত শচীন্দ্র নাথের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,মহিষখোচা ইউপির বাড়ঘড়িয়া মৌজাস্থ জনৈক গোলাম রব্বানীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় হতে মাদকসহ আসামীকে হাতে নাতে আটক করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন মহিষখোচা এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৯২ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল স্কাফসহ আটক করা হয়।আটককৃত ব্যক্তি ও পলাতক ২ জনের নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।

সম্পর্কিত