মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আদিতমারীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য বিতরণ

লালমনিরহাট  প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম এবং মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী মহিষখোচা ইউনিয়নের নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ও ৩০ কেজি চাল এবং ১ প্যাকেট শুকনো খাবার ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, নদী ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

সম্পর্কিত