মো:মেহেদী হাসান।আত্রাই উপজেলা প্রতিনিধি:
এক কাপ চা। যার সাথে জীবনের সকল সুখের স্মৃতিময় সময়গুলো জড়িয়ে থাকে। আবেগ অনুভূতি আর ভালোবাসার ভাগাভাগি চায়ের চুমুকেই হয়ে থাকে। তাইতো সকল অনুভূতির একমাত্র স্বাক্ষী এক কাপ চা।
দেশে বিভিন্ন ধরনের চা পাওয়া গেলেও এবার ভারতের বিখ্যাত মটকা চা বিক্রি হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামে।সেখানে প্রতিদিন বেড়াতে আসা হাজার হাজার পর্যটকদের কাছে মাটির পাত্রে পরিবেশিত হচ্ছে এই মালাই চা।ভিন্ন ফ্লেভারের এই চায়ের সুনাম ছড়িয়ে পরেছে সর্বত্র।প্রতিদিন এখানে বেড়াতে আসা হাজার-হাজার পর্যটকদের কাছে মাটির পাত্রে পরিবেশিত ভিন্ন মশলার ফ্লেভারের বিখ্যাত মালাই,মটকা চা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।সেখানে ঘুরতে আসা আছলাম বলেন,আমি আগেও এই চায়ের কথা শুনেছি। তাই এখানে এসে এই চায়ের স্বাদ নিতে ভুল করিনি। চায়ের কাপে চুমুক দিয়েই ভিন্ন ধরনের স্বাদ পেয়েছি। খুবই মজাদার এই মালাই,মটকা চা।
