মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই গুড়নদীতে সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করে ৬০০০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ (যাহার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা) ও ভূষিভূত করা হয়েছে।
সোমবার (১০ জুন) আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসাশনের যৌথ উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকাল ৪টা পযর্ন্ত আত্রাই গুড়নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিরচালনা সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য অফিসার মোঃ বায়োজিদ আলম।আত্রাই থানা পুলিশ সহ এলাকারগন্যমান্য ব্যক্তিগন।
জেলা মৎস্য অফিসার মোঃ বায়েজিদ আলম বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বান্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে আত্রাই থানা চত্বরে জব্দকৃত চায়না দুয়ারী জাল ভীষিভূত করা হয়।