মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃনওগাঁ আত্রাই উপজেলা গোয়ালঘরে আগুন লেগে ৪ টি গরু দগ্ধ হয়েছে।আত্রাই উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের কুষাতলা গ্রামে এঘটনা ঘটে।
গত দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাত গোয়াল ঘরে আগুন লেগে যায়।হঠাৎ আগুন লেগে যাওয়ায় গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে।পরে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি গরু গুরুতর দগ্ধ হয়।
গরু মালিক হানিফ বলেন,আগুন কি ভাবে লাগলো জানিনা।রাতে ঘুমানোর আগে গরু গোয়াল ঘরে রেখে ঘুমাতে যাই।ঘটনাস্বলে গিয়ে দেখা যায় ৪ টি গরু গুরুতর ভাবে দগ্ধ হয়েছে এবং গোয়াল ঘরের উপরের ছাউনি ও কিছু জালানি কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।