রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

আত্রাইয়ে অনুষ্ঠিত হলো বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ

আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হলো বিলুপ্ত প্রায় লাঠি খেলা।

আজ ১৮ ডিসেম্বর (বুধবার) আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়।সেখানে মোট ৩টি দলের উপস্থিতিতে খেলা হয়।

সেখানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন।আরো উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো:সোহেল রানা।৬নং ইউপি চেয়ারম্যান মো:সম্রাট হোসেনসহ আরো অনেকে।

সরেজমিন দেখা গেছে, ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলছে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এই লাঠি খেলা যেন তরুন প্রজন্মের মাঝে ধরে রাখা যায় তার জন্য আমরা চেষ্টা করবো।

খেলা দেখতে আসা সাথী বলেন,আমি এর আগে কখনো লাঠি খেলা দেখিনি।তবে আজকে এইখেলা দেখে খুবই ভালো লাগছে।

সম্পর্কিত