সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

আড়ম্বরপূর্ণ পরিবেশে রংপুর বিভাগ সমিতি ১ম বার্ষিকী প্রকাশনা ও পিঠা উৎসব সম্পন্ন

আল-আমিন ইসলাম,রংপুরঃ রংপুর বিভাগ সমিতি,চট্টগ্রাম কতৃক আয়োজিত ১ম বার্ষিকী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে
সম্পন্ন হয়েছে।

গত ২৬ জানুয়ারী (শুক্রবার),২০২৩ খ্রি. চট্টগ্রামের দুই নং গেট মোড় সংলগ্ন চট্র টার্ফে সংগঠনটির আজীবন সদস্য ,সাধারণ সদস্য এবং অতিথিসহ আনুমানিক ২০০ জনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংগঠনটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো: শাহিন আলম সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব ওসমান গনি মনসুর, ড. রওনক জাহান ,সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: শাহিন আলম সরকার, সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত হোসেন সহ উপস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এবারের বার্ষিকী প্রকাশনায় এবং পিঠা উৎসবের আকর্ষণ ছিলো হরেক রকমের বাহারী নকশার পিঠা। স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের পিঠা উৎসব। স্টলে স্টলে পিঠার পসরা সাজিয়ে চলছে প্রদর্শনী।বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন ও নকশায় অনন্য হয়ে উঠেছে। আর সেসব স্টল পাওয়া যাচ্ছে হরেক রকমের পিঠা। এসব পিঠার মধ্যে মালাই পিঠা, মুঠি পিঠা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, নারকেলের সেদ্ধ পুলি, তেলের পিঠা, তেলপোয়া পিঠা,ঝুরি পিঠা,দুধ চিতই, ভাঁপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, নকশি পিঠা উল্লেখযোগ্য। আগত অতিথীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউবা নিয়েছেন স্বাদ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৪:১৫ ঘটিকায় মোরক উন্মোচন, সদস্যদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ, অতিথীদের বক্তব্য শেষে গায়িকা আকলিমা মুক্তার সঞ্চালনায় সঙ্গীত ও ব্যান্ড শো সম্পন্ন হয়।
সবশেষে রাত ৮:৩০ ঘটিকায় চট্টটার্ফ ক্রীড়াঙ্গন ও খেলাধূলার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: শাহীন আলম সরকার বলেন, ‘রংপুর বিভাগ সমিতি চট্টগ্রাম (RBSC)’উত্তরবঙ্গের অধিবাসীগণের পারস্পারিক যোগাযোগ, ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন, সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সুসম্পর্ক স্থাপনের জন্য আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং সংযোগ স্থাপন অনুশীলনের জন্য নিবেদিত একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।নিয়মিত সভা, বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন সহ নানাবিধ কার্যক্রম করে আসতেছি। এবারের বার্ষিকী প্রকাশনায় এবং পিঠা উৎসবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে বিমোহিত করেছে।

সবশেষে পিঠা উৎসব নিয়ে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত বলেন, উত্তরবঙ্গ থেকে ৬০০ কি.মি. দূরে চট্টগ্রামে অবস্থানরত রংপুর বিভাগের ৮ টি জেলার মানুষদেরকে একীভূত করন এবং এলাকার উন্নয়নে কাজ করার নিমিত্তে আমাদের ‘রংপুর বিভাগ সমিতি, চট্টগ্রাম’ পরিবারের যাত্রা শুরু হয়েছিলো। এবারের পিঠা উৎসব এবং বার্ষিকী প্রকাশনায় সন্তোষজনক উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে। আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য চট্টগ্রামে অবস্থানরত সকল রংপুর বিভাগবাসীর প্রতি এগিয়ে আসার এবং একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সম্পর্কিত