এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) ঃ কুড়িগ্রাম জেলার
রৌমারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দাবানলের নিজস্হ সংবাদদাতা,কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক অাজকের কুড়িগ্রাম, সাপ্তাহিক ধরলা,
রৌমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্বীপদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক শাহ্ অাব্দুল মান্নানের অাজ ১৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মরহুম শাহ মাননানের পরিবারের উদ্যোগে নিজ বাড়িতে মিলাদ মাহফিলের অায়োজন করা হয়।পরে মরহুমের কবর জেয়ারত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য যে, প্রয়াত সাংবাদিক
শাহ্ আ:মান্নান ০১/০২/১৯৫২ খ্রী:সালে জন্ম গ্রহন করেন এবং ২০০৩ খ্রী:সালের ৮ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ৩ছেলে,২মেয়ে রেখেমৃত্যু বরণ করেন। প্রয়াত সাংবাদিক শাহ মান্নানের নেতৃত্বে রৌমারীর কিছু তারুণ্যদীপ্ত তরুনের উদ্যোগে ১৯৮৩সালে রৌমারী প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।যা আজও স্বগৌরবে ক্রিয়াশীল।
এসএম