মার্চ ২৩, ২০২৩ ১১:৩২ বিকাল



আজ থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকে সামনে রেখে আজ থেকে বন্ধ ঘোষণা করা হল দেশের সব কোচিং সেন্টার। শুক্রবার ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন বন্ধ রাখা হবে দেশের সব কোচিং সেন্টার। গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি-জেডিসি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতেই কোচিং সেন্টার বন্ধ রাখা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। অ’তীতে দেখা গেছে, কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান।মন্ত্রী আরও বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁ’স বা কোনো প্রতারণা করলে তার বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সব গোয়েন্দা সংস্থার তীক্ষষ্ট নজরদারি রয়েছে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ’ত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কাজেই যাকে ধ’রা হবে, তাদের বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



Comments are closed.

      আরও নিউজ