ফাতেমা আক্তার মাহমুদা ইভা, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হল রুমে দিবসটি উপলক্ষে ” পরিচ্ছন্ন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও প্রতিনিধী সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননী পারভীন ওসমান।
মানবাধিকার কর্মী সাংবাদিক ও কলামিস্ট হায়দার রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ -৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মুজিবুল হক কবীর, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন।এছাড়াও কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, পত্রিকার প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক এস.এম ইমদাদুল হক মিলন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ ড.রুমন রেজা।
অনুষ্ঠান শেষে মানবিক কাজে, পেশাগত কর্ম দক্ষতা ও সাংগঠনিক কাজে, বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।