সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজকের নীর বাংলা পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হল রুমে দিবসটি উপলক্ষে ” পরিচ্ছন্ন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও প্রতিনিধী সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননী পারভীন ওসমান।

মানবাধিকার কর্মী সাংবাদিক ও কলামিস্ট হায়দার রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ -৩ আসনের  সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য  মোঃ নবী নেওয়াজ, মুজিবুল হক কবীর, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন।এছাড়াও কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, পত্রিকার প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক এস.এম ইমদাদুল হক মিলন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ ড.রুমন রেজা।

অনুষ্ঠান শেষে মানবিক কাজে, পেশাগত কর্ম দক্ষতা ও সাংগঠনিক কাজে, বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত