মাসুদ রানা,নিজস্ব প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসত ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সকল কিছুই পড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এ পবিত্র কোরআন শরিফ দেখতে ভিড়জমায়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুর আনুমানিক ১২ টা ৩৫ মিনিটে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও গ্রামবাসী জানায়, চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে সৌর সোলারের ব্যাটারি বিস্ফোরণ হয়ে দিনমজুর জিলহকের বসত ঘরে আগুন লাগে। আগুন লাগার খবর আশেপাশে ছড়িয়ে পড়লে গ্রামের মানুষজন ছুঁটে আসে আগুন নিভাতে।
পরে গ্রামের মানুষজন ওই বসত ঘরের আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরেড় ভিতরের সবকিছু পুড়ে ছাই হয়। কিন্তু পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়েনি। যা অক্ষত অবস্থায় পাওয়া যায়।
চরশৌলমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একে এম সাইদুর রহমান দুলাল বলেন, আমি শুনেছি এক বসত বাড়ীর একটি শোয়ার ঘরে আগুনে সব কিছু ছাই হয়ে গেছে। তবে পবিত্র কোরআন শরীফ পোড়েনি এবং অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এটা আল্লাহ তায়লার কুদরোধ।