মার্চ ২৫, ২০২৩ ১১:১০ বিকাল



আগামীকাল থেকে কঠোর অবস্থানে মোংলা থানা

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধিঃ

করোনার মহামারী ঠেকাতে কঠোর অবস্থানে আছেন মোংলা থানা পুলিশ। বিনা কারণে মটর সাইকেল বের করলেই গাড়িটি হবে বাজেয়াপ্ত।

২৫ তারিখ ঈদের দিন রাত ৯টা ৩৬ মিনিটে মোংলা থানা অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী এক বিবৃতিতে এ আদেশ জারি করেন। বিবৃতিটি নিম্নরূপ:

প্রিয় মোংলাবাসি,
আসসালামুআলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১)আপনারা হয়তো অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলায় ১১ জন করোনা রুগী সনাক্ত হয়েছে,তারা প্রত্যেকেই বাইরে থেকে আসা ১ জন করোনায় আক্রান্ত আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।তাই সকলে সাবধান!আপনি আমি সকলেই চরম ঝুঁকিতে!
২)আগামী ২৬/০৫/২০২০ ইংরেজি তারিখ হতে কেউ বিনা কারনে বাইরে বাহির হবেন না এবং আপনার মোটরসাইকেল বাহির করবেন না।
৩)আপনার মোটরসাইকেলটি আপনার সন্তান,ভাই,বন্ধু বা আত্মীয়ের নিকট দিবেন না।পুলিশ কঠোর অবস্থানে আছে।আপনার প্রিয় মোটরসাইকেলটি বাজেয়াপ্ত হতে পারে!
৪)আগামী কাল হতে কোন চায়ের দোকান,চটপটি,ফুচকা বা খেলনার দোকান খুলবেন না। এর ব্যত্যয় ঘটিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাই সাবধান!
৫)আপনি ঘরে থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন।আর পুলিশকে সহায়তা করুন।

শুভেচ্ছান্তে
অফিসার ইনচার্জ
মোংলা থানা,বাগেরহাট।



Comments are closed.

      আরও নিউজ