সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

আওয়ামীলী‌গের মুখপাত্র স্থানীয় দৈ‌নিক মাতৃক‌ন্ঠে’র সম্পাদ‌ক‌কে গ্রেপ্তার ও বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন

রাজবাড়ী প্রতি‌নি‌ধিঃআওয়ামী লী‌গের মুখপাত্র স্থানীয় দৈ‌নিক মাতৃক‌ন্ঠে’র সম্পাদ‌ক‌ খন্দকার আব্দুল ম‌তি‌নকে গ্রেপ্তার ও বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপু‌রে রাজবাড়ী সদর উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন রাজবাড়ী জেলা শাখার আ‌য়োজ‌নে এ মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হা‌সিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মা‌জিদ তূরর্য প্রমুখ।

এসময় বক্তারা ব‌লেন,স্থানীয় দৈ‌নিক মাতৃক‌ন্ঠে’র সম্পাদ‌ক‌ খন্দকার আব্দুল ম‌তি‌ন ফ‌্যসিষ্ট হা‌সিনার দালাল ছি‌লো। তি‌নি একা‌ধিকবার জা‌তিসং‌ঘে খু‌নি হা‌সিনার সফর স‌ঙ্গী ছি‌লেন। ‌সে সব সময় পক্ষপা‌তিত্বমূলক নিউজ ক‌রে‌ছে । যে কার‌ণে তার প‌ত্রিকার নিবন্ধন ও ডিএফ‌পি বা‌তিলসহ তা‌কে গ্রেপ্তার ও বিচা‌রের দা‌বি জানান।

বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে এক চেটিয়া বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছেন। তার পত্রিকা কয়েকশ কপি চললেও ৩৫ হাজার সার্কুলেশন দেখিয়ে অস্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন।

সম্পর্কিত