ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
জাতীয় পুলিশ সপ্তাহ ২০২০ সালের শীল্ড প্যারেড
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে নওগাঁর রাণীনগর থানার
অফিসার ইনচার্জ মো: জহুরুল হক আইজিপি ব্যাজ
পেয়েছেন। জানা গেছে,২০১৯ সালে নওগাঁ জেলার
পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে
কর্মরত থাকা অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের
কিছু আগে ০৪ ডিসেম্বর পত্নীতলা উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ইসাহাক হোসেনকে রাত
আনুমানিক সাড়ে ৯টার দিকে তার বাসভবনের সামনে
কতিপয় অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা নির্মম ভাবে হত্যা
করে পালিয়ে যায়। সেই চান্ল্যকর মামলার রহস্য
উদঘাটনে দেশের কয়েক জায়গায় অভিযান চালিয়ে
হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেফতার করে আইনের
আওতায় আনাসহ মাদক চোরাচালান নারী নির্যাতন
ইভটিজিং এর মত অপরাধ দমনে প্রশংসনীয় অবদান রাখার
স্বীকৃতি স্বরুপ নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ
জহুরুল হককে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।
জাতীয় পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে ৭ই জানুয়ারী
রাজার বাগ পুলিশ লাইনে শীল্ড প্যারেড পুরুস্কার বিতরন
অনুষ্ঠানে আইজিপি ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ
পুলিশের মহাপরিদর্শক আই জি পি ড. মোহাম্মদ জাবেদ
পাটোয়ারী বি পি এম (বার) । তিনি ২০১৯ সালের আগষ্ট
মাসে রাণীনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে
যোগদানের পর মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ইভটিজিং এর
মত নানা অপরাধীদের বিরুদ্ধে জোরালো পুলিশী
অভিযানে বিগত দিনের তুলনায় রাণীনগর থানায়
বর্তমানে আইন-শৃংখলা পরিস্থিতি ব্যাপক উন্নতি
হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে প্রতিটি
ইউনিয়নে হাটে বাজারে আইন শৃংখলা বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ সভা সমাবেশ ও উঠান বৈঠক করে যাচ্ছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, সিনিয়র স্যারদের দিকনির্দেশনা ও থানার সকল সদস্যদের সহযোগিতায় আমি এই পদক পেয়েছি। আমি এধারা অব্যাহত রাখতে কাজ করে যাব।