বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

আংশিক অনলাইনে ক্লাস নিবে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

ক্যাম্পাস প্রতিনিধি, রাবিঃ চলমান তীব্র গরমের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্লাস অনলাইন এবং সশরীরে সমন্বয় করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।

এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেন, চলমান তাপদাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল ২৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত সশরীরে এবং ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ক্লাশ নেয়া হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সহী হাবীব বলেন, ‘আধাবেলা অনলাইন, আধাবেলা অফলাইন ব্যাপারটা একটু অস্বস্তিকর। কারণ, সকাল বেলা ক্লাস করতে ক্যাম্পাসে তো আসতেই হচ্ছে, সেক্ষেত্রে বাসায় ফিরতে ফিরতে ১২ টা বেজে যাবে যখন সূর্য থাকবে ঠিক মাথার উপরে। সুতরাং এক্ষেত্রে এই সিদ্ধান্তটা আসল উদ্দেশ্য পূরণে অনুপযুক্ত। তাই আমরা চাই হয় পুরোটাই অফলাইনে হোক, বা পুরোটাই অনলাইনে হোক।’

প্রত্যাসা সাহা নামের আরেক শিক্ষার্থী বলেন, এই পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার সীদ্ধান্তটা যৌক্তিকই হয়েছে। কারণ ১১ টার পর আসলেই রাজশাহীতে অসহনীয় গরম আর তীব্র রোদ থাকে।তখন বাইরে বের হওয়াটাই ঝুঁকিপূর্ণ। তাই এই দিক থেকে বিবোচনা করলে ভালোই হয়েছে। অবশ্য আমার হলের ওয়াই-ফাই নেট খুবই স্লো। ক্লাস সুষ্ঠভাবে করতে পারবো কিনা সিউর না বলেও জানান তিনি।

এর আগে গত ২৪ এপ্রিল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে ঈদুল আযহার ছুটির সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে ছুটির আগ পর্যন্ত কোনো বিভাগ প্রয়োজন মনে করলে অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ কিন্তু সকল পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে৷

প্রসঙ্গত, চলমান তীব্র তাপদাহের কারণে দেশের স্কুল-কলেজের ছুটি সাতদিন বৃদ্ধি করা হয়েছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্বিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বদরুল ইসলাম জামিল।

সম্পর্কিত