রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অ্যাসাঞ্জের মুক্তি ৬ বছর পর, আদালতে দিলেন যে স্বীকারোক্তি

ছবি: জুলিয়ান অ্যাসাঞ্জ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গোপন নথি ফাঁসের দায়ে অভিযুক্ত বিশ্বে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘ প্রায় ৬ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন।

সোমবার (২৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে করা এক সমঝোতা চুক্তির আওতায় আদালতে স্বীকারোক্তি দেওয়ার শর্তে অ্যাসাঞ্জ যুক্তরাজ্য থেকে মুক্তি পান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য থেকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ মার্কিন বিচার বিভাগের সঙ্গে করা সমঝোতা চুক্তি অনুযায়ী বুধবার (২৬ জুন) দেশটির নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে উপস্থিত হয়ে মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্ট গোপন তথ্য ফাঁসের বিষয়টি স্বীকার করে নেন। পরে আদালত তাঁর জন্য এই দীর্ঘ সময় কারাভোগকে ‘যথেষ্ট’ উল্লেখ করে তার মুক্তির রায় দেন। পরে তিনি আদালত কক্ষ ত্যাগ করে বিমানে করে অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশে উড়াল দেন।

মুক্তির পর অ্যাসাঞ্জের আইনজীবী জেনিফার রবিনসন তাঁর এ মুক্তিকে ‘মুক্তমতের জয়’ আখ্যা দিয়ে বলেন, এটি সত্যিই বিরাট স্বস্তির ব্যাপার যে শেষ পর্যন্ত ১৪ বছরের আইনি লড়াই শেষে জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত মানুষ হিসেবে গৃহে ফিরছেন। এর ফলে এমন একটি মামলার ইতি ঘটলো— যা একুশ শতকের মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর জন্য বড় হুমকি হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এ সময় তিনি এ ঘটনা মুক্ত গণমাধ্যম ও জাতীয় নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, ২০১০ সালে ইরাক ও আফগানিস্তানে পরিচালিত অভিযানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস। এ সময়, গ্রেপ্তারের মতো ঘটনা থেকে বাঁচতে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে নেন এবং সেখানেই প্রায় সাত বছর কাটান।

পরে যুক্তরাজ্যের পুলিশ ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জকে ২০১৯ সালে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে।

উবস/আরএ

সম্পর্কিত