রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে যা বললেন গৌতম গম্ভীর

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রোটিয়াদের তিন উইকেটে হারিয়েছে তারা। যদিও প্রোটিয়াদের দেওয়া 213 রানের টার্গেট অতিক্রম করতে অসিদের বেশ বেগ পেতে হয়েছে। একপর্যায়ে মনে হচ্ছিল তারা ম্যাচ হেরে যাচ্ছে। কুইন্টন ডি কক যদি শেষ ওভারে প্যাট কামিন্সের একটি সহজ ক্যাচ না ফেলতেন, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। মিচেল স্টার্কের সঙ্গে দলকে জিতে মাঠ ছাড়েন অসি অধিনায়ক কামিন্স।

১৯ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়াম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে ভারত। গ্রুপ পর্বের ৯টি ম্যাচ এবং সেমিফাইনালের ১০টি ম্যাচের প্রতিটিতে জিতেছে। সবকটি ম্যাচই ভূমিধস জিতেছে। নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফাইনালে ভারত এগিয়ে থাকবে।

প্রাক্তন ভারতীয় তারকা গৌতম গম্ভীরও মনে করেন, ভারত বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে অস্ট্রেলিয়া দলকে দুর্বল বলেছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শুক্রবার (১৭ নভেম্বর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে গম্ভীরের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। সেই ভাষণে গম্ভীর বলেছিলেন, ‘ফাইনালের আগে ভারতকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। এই অস্ট্রেলিয়া দলটি আমার কাছে বেশ দুর্বল মনে হচ্ছে। তারা তাদের সেরা খেলা থেকে অনেক দূরে। তবে, তারা জানে কিভাবে নকআউট পর্বে জিততে হয়। তাই অস্ট্রেলিয়াকে পুরোপুরি ফেলে দেওয়া যাবে না।

সংশ্লিষ্ট খবর: ক্রিকেট বিশ্বকাপ

সম্পর্কিত