মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:চিলমারীতে অষ্টমীর স্নান করতে এসে এক পুরোহিতের মৃত্যু হয়েছে।ওই পুরোহিতের নাম রশিক চাঁদ ঠাকুর (৬০)। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পূন্যার্থী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এরপর আশেপাশের লোকজন লোকজন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠিয়েছি।
অষ্টমীর স্নান উৎসব বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মিলন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, রশিক চাঁদ ব্রহ্মপুত্রের পারে এসে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাটের এক পরিচিত পুরোহিত মৃত রশিক চাঁদ ঠাকুরের মরদেহ নিয়ে এম্বুলেন্স যোগে তাঁর বাড়ি (লালমনিরহাটের) উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।