শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

অশালীন অবস্থায় ভুট্টাক্ষেতে ৬০ বছরের বৃদ্ধা চাচা শ্বশুর ও ২৮ বছরের ভাতিজা বউ আটক

সোহেল রানা,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে রবিরগোড় এলাকায় নুর-আমিন(৬০) পিতাঃ মৃতঃ কাচু শেখ গ্রামঃ উত্তর মুসরত মদাতী, কালীগঞ্জ, লালমনিরহাট ও পারাতো ভাইয়ের ভাতিজা রেজাউল হক এর স্ত্রী মোছাঃ আরিফা বেগম(২৮) সহ ভূট্টা ক্ষেতে অশালীন অবস্থায় আটক করেন গ্রামবাসী।

আটককৃত নুর আমিন ও আরিফা বেগম কে গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা ২নং মদাতী ইউনিয়ন পরিষদে প্রেরণ করেন। ইউনিয়ন পরিষদের হলরুমে আটককৃতদের রাখা হলে উৎসুক মানুষের ভির দেখা যায়।

এসময় ২নং মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব বিষয়টি নিয়ে বিচার করার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীগণ তেনার বিচার না মানার সিদ্ধান্ত জানান। এমতবস্থায় চেয়ারম্যান মহোদয় আইনের আশ্রয় গ্রহন করে থানায় জানান বিষয়টি।

অস্বাভাবিক অবস্থার দেখা দিলে প্রশাসনের সহযোগিতায় ভিকটিম নুর আমিন ও আরিফাকে থানায় প্রেরণ করেন।

সম্পর্কিত