অলিউল হক রুমি, বাংলাদেশের একজন প্রশিদ্ধ টেলিভিশন নাটক অভিনেতা, আমাদের মাঝে আর নেই। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। সোমবার (২২ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহে …. রাজিয়ুন । তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি থিয়েটার নাটকে অনবদ্য অভিনয় করেছেন, যেগুলির মধ্যে অলিউল হক রুমির অভিষেক ও বিজয় নাটকে অভিনয় রয়েছে। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।