স্টাফ রিপোর্টঃকুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ার পাড় নামক এলাকায় খাস জমি লিজ নিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে
মাটি ব্যবসায়ী,মোঃ হানিফ মিয়া, ট্রাক্টর মালিক হালিম মিয়া ও ভ্যাকু মালিক, সহ উভয় তিনজনের কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু ও মাটি জব্দ করেছে।
রবিবার(২১ এপ্রিল ) দুপুর ১২,ঘটিকার সময় উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে খাস জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। সঙ্গে মাটি কাটার ভ্যাকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।