সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবশেষে পদত্যাগ করলেন বেরোবি উপাচার্য

রুশাইদ আহমেদ: অবশেষে পদত্যাগ করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

 

শুক্রবার (০৯ আগস্ট) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

 

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী আবু সাঈদ। সে সময় বেশকিছু শিক্ষকও সেখানে উপস্থিত ছিলেন।

 

পুরো ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীরা উপাচার্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান। পরে শুক্রবার (০৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্যকে পদত্যাগে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি।

 

তবে এ প্রসঙ্গে জানতে বেরোবি উপাচার্যকে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত