রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

অবরোধে পর্যটকহীন কুয়াকাটা

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা তিন দিনের দেশব্যাপী অবরোধে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পর্যটক শূন্য কুয়াকাটা।

হরতাল শেষে হাতে গোনা কয়েকজন পর্যটক থাকলেও সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি অবরোধ ঘোষণার পর তারাও কুয়াকাটা ছাড়তে শুরু করে। এতে কুয়াকাটার পর্যটন শিল্প ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা ২৮ অক্টোবর ঢাকা সমাবেশের কারণে এ সপ্তাহে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কম ছিল। তারপরও কিছু বুকিং ছিল। তবে, ধর্মঘট ঘোষণার পরই বুকিং বাতিল হতে শুরু করে।

আগের বছরগুলোতে এ সময় কুয়াকাটা ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। হোটেল ও মোটেলগুলোতে কোনো আসন খালি নেই। আর বছরের এই সময় কুয়াকাটায় কোনো পর্যটক থাকে না। হোটেলের সব কক্ষ খালি।

হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, ধর্মঘট ও অবরোধের কারণে কুয়াকাটায় অবস্থানরত পর্যটকরাও কুয়াকাটা ছেড়েছেন। বর্তমানে কুয়াকাটায় কোনো পর্যটক নেই।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, পর্যটন মৌসুমের শুরুতে আমরা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবে। এভাবে চলতে থাকলে পুরো মৌসুমই মুখ থুবড়ে পড়বে পর্যটন ব্যবসা।

সম্পর্কিত