মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃরক্তদানের ডাক মানুষের মধ্যে ছড়িয়ে দিবো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে এতিম ও অসহায়দের মাঝে প্রায় ১০৪ পিছ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী নামের একটি সংগঠন। গতকাল দুপুরে অন্নদানগর মহাবিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় অন্নদানগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হানিফ উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নদানগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমান আলী, সংগঠনে উপদেষ্টা মন্ডলীর সদস্য রমজান আলী, আব্দুর রহমান, সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য আরিফ সরকার প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা ছিলেন তিস্তা তরুণ সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান (সোহান) ইমেজ ব্লাড ডোনার সোসাইটি এর প্রতিষ্ঠাতা সানাউল (রনি) সেচ্ছাসেবী সংগঠন সদস্য মাহবুব, রনি,রিশাদ আশিকুর রহমান (অলি) আসিক
রবিউল ইসলাম (রবি)মুন্না,হোসাইন আলী, রাবিতুল ইসলাম, হাসন হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। উল্লেখ্য, শুরুতে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন হিসেবে প্রতিষ্ঠা হলেও বর্তমানে শীতবস্ত্রসহ নানা সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনটি।