মার্চ ৩১, ২০২৩ ১:০৫ বিকাল



অনলাইন ভিত্তিক সেবাদান সংগঠন নিঃস্বার্থের কম্বল বিতরন

শাহিনুল ইসলাম লিটন

১২/০১/২০২০ ইং

সর্বউত্তরের পঞ্চগড় এর তেঁতুলিয়া উপজেলার .
শালবাহান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণসহ, তিরনইহাট হাফিজিয়া মাদ্রাসা, সিপাইপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও খাদিজাতুল কুবরা নূরানী মহিলা মাদ্রাসা সহ মোট ৩ টি হাফিজিয়া মাদ্রাসায় ২০০ টি কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিঃস্বার্থ সংগঠনের সভাপতি,
মরিয়ম আক্তার।নিঃস্বার্থ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট,
মোঃ ইমামুল ইসলাম।
মোঃ মাসুম শেখ।
মোঃ আব্দুল্লাহ আল আমিন।
সার্বিক সহযোগিতা করেন মহানন্দা ব্লাড সোসাইটি, তেঁতুলিয়া, পঞ্চগড়।



Comments are closed.

      আরও নিউজ