মোঃজান্নাতুন নাঈম,রংপুর মহানগর প্রতিনিধি:আজ ১৯ এপ্রিল আনুমানিক রাত ১০টার দিকে রংপুর মহানগরের, পান্ডারদীঘি রোডে, নূর ইসলামের চাতালের সামনে এক ভুট্টা ক্ষেতে, এক অটো চালককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, গ্রামবাসী উদ্ধার করে জানতে পারে যে লোকটির অটো ছিনতাইই হয়েছে,এবং তাকে অজ্ঞান করে তার অটো নিয়ে পালিয়ে যায়-ছিনতাইকারী, তার বাসা বদরগঞ্জে জানা গিয়েছে,মাঝে একবার লোকটির জ্ঞান আসে তখন এসব জানা গিয়েছে,- কিছুক্ষণ পর আবার সে অজ্ঞান হয়ে পরে, এমতাবস্থায় তার সাথে-থাকা ফোন দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়, তার পরিবার তাকে নিতে আসছেন বলে জানা গেছে।