রাজবাড়ী প্রতিনিধি ঃরাজবাড়ীতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সাবেক ইউপি সদস্য রতন কুমার দাস (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া তার স্ত্রী কনিকা রানী দাস (৫৫) আইসিইউতে চিকিৎসাধীন।
রতন কুমার দাস রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের বিপিন বিহারী দাসের ছেলে। তার স্ত্রী কনিকা ছকিরণ নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রতনের ভাই নান্টু কুমার দাস ও তার স্ত্রী রত্না দাস বলেন, ‘রতন-কনিকা দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বিয়ে হয়েছে আর ছেলে ঢাকায় পড়ালেখা করে। তারা স্বামী-স্ত্রী বাড়িতে থাকতেন। গত শুক্রবার রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়তে এসে এক ছাত্র তাদের ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমাদের ডেকে আনে। ঘরে ঢুকে দেখি দু’জনই অচেতন অবস্থায় রয়েছে, আর ঘরের মালামাল এলোমেলো। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তারা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে বাড়িতে চুরি করার জন্য খাবারের সঙ্গে কেউ কিছু মিশিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’